নতুন পাসপোর্ট করার জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন।
১.
জাতীয় পরিচয় পত্র (মূল কপি)
২.
বিদ্যুৎ বিল
৩.
নাগরিক সনদ ( বর্তমান সময়ের)
৪.
পেশার ডকুমেন্ট ( STUDENT দিলে STUDENT আইডি
কার্ড, চাকরি দিলে চাকরির আইডি
কার্ড ইত্যাদি)
৫.
যদি বিবাহিত হয়ে থাকেন এবং
আপনার জাতীয় পরিচয়পত্রে স্বামী/
স্ত্রীর নাম না থাকে
তাহলে কাবিননামা লাগবে কাজী অফিসেরটা। **নতুন
পাসপোর্টে ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রে স্বামী/স্ত্রীর নাম থাকলে কাবিননামা লাগবেনা ।**
❌কোর্টের
কাবিননামা গ্রহন করে না ❌
৬.
অস্থায়ী বাসিন্দা হলে স্থায়ী ঠিকানা থেকে অনলাইন নাগরিক সনদ মূল কপি লাগবে।
📌📌 জাতীয় পরিচয়পত্রে স্থানী ঠিকানা যেইটা আছে পাসপোর্টৈ স্থানী
ঠিকানা এইটাই ব্যবহার করতে হবে📌📌
পাসপোর্ট রি ইস্যু করার জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন।
১. জাতীয় পরিচয় পত্র (মূল কপি)
২.পাসপোট মূল কপি (* পাসপোর্ট
হারিয়ে গেলে জিডি করতে
হবে*)
২. বিদ্যুৎ বিল
৩. নাগরিক সনদ ( বর্তমান সময়ের)
৪. পেশার ডকুমেন্ট ( STUDENT দিলে STUDENT আইডি কার্ড, চাকরি
দিলে চাকরির আইডি কার্ড ইত্যাদি)
৫. পাসপোর্টৈ স্বামী/স্ত্রীর যোগ করলে কাবিননামা
এবং স্বামী/স্ত্রীর নাম বাদ দিলে
ডিভোর্স নামা লাগবে। ❌কোর্টের
কাবিননামা গ্রহন করে না ❌
৬. পাসপোর্টের
কোন তথ্য পরিবর্তন হলে সাথে অঙ্গিকারনামা দিতে হবে।
৭. অস্থায়ী
বাসিন্দা হলে স্থায়ী ঠিকানা থেকে অনলাইন নাগরিক সনদ মূল কপি লাগবে।
২০ বছরের নিচে জন্ম নিবন্ধন দিয়ে নতুন পাসপোর্ট করতে কী কী ডকুমেন্ট প্রয়োজন।
১. জন্ম নিবন্ধন মূল
কপি
২. বাবা মায়ের জাতীয়
পরিচয়পত্রের মূল কপি। (দু'জন মধ্যে একজনের
জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক)
৩. বাবা/ মা দেশের বাইরে
থাকলে পাসপোর্টের রঙিন কপি।
৪. জন্ম নিবন্ধনের অনলাইন
ভেরিফাইড কপি।
৫.বাবা/ মা দুই জনের
একজন অনুপস্থিত থাকলে তার অনুমতি পত্র
লাগবে।
৬. বাবা-মা
না থাকলে লিগ্যাল গার্ডিয়ান সাথে আসতে হবে। লিগ্যাল গার্ডিয়ান হতে হলে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের
থেকে অনুমতিপত্র লাগবে।
৬. বিদ্যুৎ বিল
৭.বাবা, মাতা
ও বাচ্চার PASSPORT SIZE এর ছবি লাগবে। এবং বাচ্চার বয়স ৫-৬ বছরের নিচে হলে 4R
SIZE গ্রে ব্রাকগ্রাউনের ছবি লাগবে।
৮. অস্থায়ী বাসিন্দা হলে স্থায়ী ঠিকানা থেকে অনলাইন নাগরিক সনদ মূল কপি লাগবে।
*******নিজ জেলা থেকে পাসপোর্ট করাই উত্তম।********
0 মন্তব্যসমূহ