বিরাট কোহলি, রোহিত শর্মা, বাবর আজম—সময়ের অন্যতম সেরা তিন ব্যাটসম্যান। সাদা বলের ক্রিকেটে সর্বকালের সেরাদের তালিকায় ওপরের দিকেই থাকবে এই ত্রয়ীর নাম। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের এই তিন ব্যাটসম্যানকে মিলিয়ে দিয়েছে একটি পরিসংখ্যানও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের ৪ হাজারি ক্লাবের সদস্য যে শুধু এই ত্রয়ীই।
কোহলি ও রোহিত আছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৪ হাজার রানের আরেকটি ক্লাবেও। যে ক্লাবে এখন পর্যন্ত সদস্য তাঁরা দুজনই। সংখ্যাটা শিগগিরই তিন হয়ে যেতে পারে। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ৪ হাজার রানের ক্লাবের মতো যেখানেও রোহিত-কোহলির সঙ্গে বাবরের নাম যোগ হওয়াটা সময়ের ব্যাপার মাত্র। আজ থেকে শুরু বাংলাদেশ-পাকিস্তান সিরিজেই হতে পারে সেটি।
এই ক্লাবটি আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই ৪ হাজার রান করা ব্যাটসম্যানদের। রোহিত ও কোহলি তিন সংস্করণেই করেছেন ৪ হাজারের বেশি রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ৪ হাজারের বেশি রান করলেও টেস্টে এই মাইলফলক ছুঁতে বাবরের দরকার আরও ১০২ রান।
পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের আগে এই সংস্করণে ৫২ ম্যাচে করেছেন ৩৮৯৮ রান। পাকিস্তানের হয়ে খেলা ১২৩ টি-টোয়েন্টিতে বাবরের রান ৪১৪৫, ১১৭ ওয়ানডেতে সংখ্যাটা ৫৭২৯।
আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি-রোহিত-বাবর
ব্যাটসম্যান | টেস্ট | ওয়ানডে | টি–টোয়েন্টি |
---|---|---|---|
বিরাট কোহলি | ৮৮৪৮ | ১৩৯০৬ | ৪১৮৮ |
রোহিত শর্মা | ৪১৩৭ | ১০৮৬৬ | ৪২৩১ |
বাবর আজম | ৩৮৯৮ | ৫৭২৯ | ৪১৪৫ |
0 মন্তব্যসমূহ