মঙ্গলবার রাত তিনটার দিকে ডাকাতির খবর পেয়ে কক্সবাজারের চাকরিয়া উপজেলার ডুলাহাজরা এলাকায় পৌঁছায় সেনাবাহিনীর একটি দল। সেনাবাহিনী আসার খবর পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে।লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন কয়েক জন ডাকাত সদস্য কে তাড়া করেন। এসময় একজন ডাকাত সদস্য লেফটেন্যান্ট নির্জনকে ছুরিকাঘাত করে। এতে তার অনেক রক্তক্ষরণ হয়। তাকে হাসপাতালে নিয়ে আসার কিছু কখন পর তিনি মারা যান। নিহত লেফটেন্যান্ট নির্জনের গ্রামের বাড়ি টাঙ্গাইলে।
এসময় ঘটনাস্থল থেকে তিন/চার জন ডাকাত সদস্য, একটি দেশিও তৈরি বন্দুক ও তিন জন সন্দেহজনক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
এই ঘটনা কক্সবাজার অঞ্চলে সন্ত্রাসী কার্যকলাপের বর্তমান অবস্থা এবং নিরাপত্তা বাহিনীর চলমান প্রচেষ্টাকে আরো গুরুত্ব সহকারে গ্রহণ করতে উদ্বুদ্ধ করছে।
0 মন্তব্যসমূহ