শঙ্কা আগে থেকেই ছিল। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছিল, রাওয়ালপিন্ডিতে ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত বৃষ্টি হতে পারে। যার মানে, টেস্টের পাঁচ দিনেই বৃষ্টি বাগড়া দিতে পারে

বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টেস্টের শুরুর আগে এমনটাই দেখা যাচ্ছে। রাওয়ালপিন্ডিতে সকালে বৃষ্টি হওয়ায় ভেজা আউটফিল্ডের কারণে প্রথম টেস্ট শুরু হতে দেরি হচ্ছে।

বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা থাকলেও সেটা হয়নি। কখন টস হতে পারে সেটাও এখনো জানা যায়নি। আশার খবর হচ্ছে এই মুহূর্তে রাওয়ালপিন্ডিতে বৃষ্টি হচ্ছে না। ক্রিকইনফো জানিয়েছে, উইকেট থেকে বেশির ভাগ কাভার সরিয়ে ফেলা হয়েছে। প্রথমবার দেখা মিলেছে সূর্যের। বাংলাদেশ সময় ১২টায় মাঠ পরিদর্শন করার কথা আছে আম্পায়ারদের। এর আগে বাংলাদেশ সময় ১১ টায় মাঠ পরিদর্শন করার কথা ছিল আম্পায়ারদের।