ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের আট জেলা বন্যাকবলিত হয়েছে। জেলাগুলো হচ্ছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়ীয়া।

বন্যায় দেশের ৮ জেলায় এখন পর্যন্ত অন্তত ২৯ লাখ ৪ হাজার ৯৬৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ফেনী ও ব্রাহ্মণবাড়িয়াতে পানিতে ডুবে দুইজন মারা গেছেন।

এই অবস্থা মোকাবেলা করার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরে নিবদ্ধিত সকল যুব সংগঠনের  সদস্যদের  ফেনীসহ ১২টি জেলায় আকম্বিক বন্যায় আপনারা বন্যার্ত মানুষের সেবায় সর্বাত্মকভাবে অংশগ্রহনের জন্য আসিছ মাহমুদের আহ্বান। 

তিনি আরও বলেন, যে কোনো সংকট ও দুর্যোগে বাংলাদেশের সংগ্রামী যুব সমাজ সেবার ব্রত নিয়ে কাজ করতে পারে। এবারের বন্যায় সবার সম্মিলিত অংশগ্রহনে প্রতিরোধ আমরা জয়ী হবো আশা করি।

যুব ও ক্রীয়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিব মাহমুদ এর বার্তাটি টিভি স্ক্রলে, সংবাদে ও পত্রপত্রিকায় ব্যাপকভাবে প্রচারের অনুরোধ করেন।

আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এ সময় উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদী সমূহের সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যাপরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তীতে উন্নতি হতে পারে।